আজওয়া খেজুর - সহীহ বুখারী ৫৪৪৫ | Sahih-Al-Bukhari 5445
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৪৪৫
বিষয় | আজওয়া খেজুর |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৭০/৪৩. আজওয়া খেজুর প্রসঙ্গে। |
হাদিস নম্বর | ৫৪৪৫ |
বর্ণনাকারী | সা’দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) |
সহীহ বুখারী ৫৪৪৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ সা’দ তাঁর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় সাতটি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোন বিষ ও যাদু তার ক্ষতি করবে না।
Narrated Sa`d: Allah's Messenger (ﷺ) said, "He who eats seven 'Ajwa dates every morning, will not be affected by poison or magic on the day he eats them."
রেফারেন্স | সহীহ বুখারী ৫৪৪৫
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)