আল্লাহর নৈকট্য লাভের উপায় - আল-আদাবুল মুফরাদ ৪ | Al-Adab Al-Mufrad 4
হাদিসটি সম্পর্কে | আল-আদাবুল মুফরাদ ৪
বিষয় | আল্লাহর নৈকট্য লাভের উপায় |
হাদিস গ্রন্থ | আল-আদাবুল মুফরাদ ( ) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ২- মায়ের সাথে সদাচার। |
হাদিস নম্বর | ৪ |
বর্ণনাকারী | ইবনে আব্বাস (রাঃ) |
আল-আদাবুল মুফরাদ ৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বললো, আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম। সে আমাকে বিবাহ করতে অস্বীকার করলো। অপর এক ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিলে সে তাকে বিবাহ করতে পছন্দ করলো। এতে আমার আত্মমর্যাদাবোধে আঘাত লাগলে আমি তাকে হত্যা করি। আমার কি তওবার কোন সুযোগ আছে? তিনি বলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বললো, না। তিনি বলেন, তুমি মহামহিম আল্লাহর নিকট তওবা করো এবং যথাসাধ্য তার নৈকট্য লাভে যত্নবান হও। আতা (রহঃ) বলেন, আমি ইবনে আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে জিজ্ঞেস করলাম, তার মা জীবিত আছে কিনা তা আপনি কেন জিজ্ঞেস করলেন? তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদাচারের চেয়ে উত্তম কোন কাজ আমার জানা নাই (বাযযার)।
'Ata' ibn Yasar said that a man came to Ibn 'Abbas and said, "I asked a woman to marry me and she refused to marry me. Another man asked her and she agreed to marry him. I became jealous and killed her. Is there any way for me to repent?" He asked, "Is your mother alive?" "No," he replied. He said, "repent to Allah Almighty and try to draw near Him as much as you can." So I went and asked Ibn `Abbas why he inquired about the man's mother. He replied: "I don't know of a deed closer to Allah, Exalted and Majestic, other than dutifulness to the mother."
রেফারেন্স | আল-আদাবুল মুফরাদ ৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)