একজন মু’মিন আরেকজন মু‘মিনের জন্যে ইমারতস্বরূপ | সহীহ বুখারী ৪৮১ | Sahih-Al-Bukhari 481
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৪৮১
বিষয় | একজন মু’মিন আরেকজন মু‘মিনের জন্যে ইমারতস্বরূপ |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৮/৮৮. মাসজিদ ও অন্যান্য স্থানে এক হাতের আঙুল অন্য হাতের আঙুলে প্রবেশ করানো |
হাদিস নম্বর | ৪৮১ |
বর্ণনাকারী | আবূ মূসা আল- আশ'আরী (রাঃ) |
সহীহ বুখারী ৪৮১ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ মূসা (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একজন মু’মিন আরেকজন মু‘মিনের জন্যে ইমারতস্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে। এ ব’লে তিনি তার হাতের আঙুলগুলো একটার মধ্যে আরেকটা প্রবেশ করালেন।
Narrated Abu Musa: The Prophet (ﷺ) said, "A faithful believer to a faithful believer is like the bricks of a wall, enforcing each other." While (saying that) the Prophet (ﷺ) clasped his hands, by interlacing his fingers.
রেফারেন্স | সহীহ বুখারী ৪৮১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)