ক্বিয়ামাত যাদের জীবনকালে সংঘটিত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট লোক | সহীহ বুখারী ৭০৬৭ | Sahih-Al-Bukhari 7067
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৭০৬৭
বিষয় | ক্বিয়ামাত যাদের জীবনকালে সংঘটিত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট লোক |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৯২/৫. ফিতনার ব্যাপ্তি |
হাদিস নম্বর | ৭০৬৭ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) |
সহীহ বুখারী ৭০৬৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ আওয়ানা তাঁর বর্ণনাসূত্রে আবূ মূসা আশ্’আরী (রাঃ) থেকে বর্ণনা করতে গিয়ে বলেন যে, তিনি ’আবদুল্লাহ্কে জিজ্ঞেস করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগকে ’হারজ’-এর যুগ বলেছেন সে যুগ সম্পর্কে আপনি কিছু জানেন কি? এর উত্তর তিনি আগে উল্লেখিত হাদীসটি বর্ণনা করেন। ইবনু মাস’ঊদ (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ক্বিয়ামাত (কিয়ামত) যাদের জীবনকালে সংঘটিত হবে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক।
Ibn Mas`ud added: I heard Allah's Messenger (ﷺ) saying; (It will be) from among the most wicked people who will be living at the time when the Hour will be established."
রেফারেন্স | সহীহ বুখারী ৭০৬৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)