সুদ বর্জন না করলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ সুনিশ্চিত | সূরা আল-বাকারা ২:২৭৯ | Surah Al-Baqara 2:279
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-বাকারা ২:২৭৯
বিষয় | সুদ বর্জন না করলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ সুনিশ্চিত |
সূরার নাম ও নম্বর | সূরা আল-বাকারা (২) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ২৭৯ |
রুকু সংখ্যা | ৪০ টি |
পারা বিস্তৃতি | ১ থেকে ৩ পর্যন্ত |
মোট আয়াত সংখ্যা | ২৮৬ টি |
فَإِن لَّمْ تَفْعَلُوا۟ فَأْذَنُوا۟ بِحَرْبٍ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَٰلِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَআর যদি তোমরা (সূদ বর্জন) না কর, তাহলে আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে যুদ্ধ সুনিশ্চিত জানো।[1] কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না। [2]And if you do not, then be informed of a war [against you] from Allah and His Messenger. But if you repent, you may have your principal - [thus] you do no wrong, nor are you wronged.
সূরা আল-বাকারা এর ২৭৯ নম্বর আয়াতের বিস্তারিত
[1] এটা এমন এক কঠোর ধমক যে, এ রকম ধমক অন্য কোন পাপের উপর আসেনি। এই জন্য আব্দুল্লাহ ইবনে আববাস (রাঃ) বলেছেন, ইসলামী দেশে যে ব্যক্তি সূদ ছাড়তে প্রস্তুত হবে না, দেশের শাসকের দায়িত্ব হবে তাকে তওবা করানো এবং (সূদ খাওয়া থেকে) বিরত না হলে তার শিরচ্ছেদ করা। (ইবনে কাসীর) [2] যদি তুমি তোমার মূলধন থেকে বেশী নাও, তাহলে এটা তোমার পক্ষ থেকে অত্যাচার হবে। আর যদি তোমাকে তোমার মূলধনও ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে এটা তোমার উপরে অত্যাচার করা হবে। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-বাকারা ২:২৭৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)