হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? | সূরা আল-ইনফিতার ৮২:৬ | Surah Al-Infitar 82:06
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-ইনফিতার ৮২:৬
বিষয় | হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? |
সূরার নাম ও নম্বর | সূরা আল-ইনফিতার (৮২) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৬ |
রুকু সংখ্যা | ০১ টি |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ১৯ টি |
یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ مَا غَرَّکَ بِرَبِّکَ الۡکَرِیۡمِহে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?O mankind, what has deceived you concerning your Lord, the Generous,
সূরা আল-ইনফিতার এর ৬ নম্বর আয়াতের বিস্তারিত
অর্থাৎ, কোন্ বস্তু তোমাকে ধোঁকা ও প্রতারণায় ফেলে রেখেছে? যার কারণে তুমি সেই প্রভুকে অস্বীকার করেছ; যিনি তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং তোমাকে অস্তিত্ব প্রদান করেছেন, তোমাকে জ্ঞান ও সমঝ-বোঝ দান করেছেন, জীবন-যাপন করার জন্য নানান উপকরণ দিয়েছেন। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-ইনফিতার ৮২:৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)