নসীহতের উত্তম পদ্ধতি | সহীহ বুখারী ৬৯ | Sahih-Al-Bukhari 69
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৯
বিষয় | নসীহতের উত্তম পদ্ধতি |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৩/১১ লোকজন যাতে বিরক্ত না হয়ে পড়ে সে জন্য আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসীহতে ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন। |
হাদিস নম্বর | ৬৯ |
বর্ণনাকারী | আনাস ইবনু মালিক (রাঃ) |
সহীহ বুখারী ৬৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আনাস (রাযি.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সহজ পন্থা অবলম্বন কর, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না।
Narrated Anas bin Malik: The Prophet (ﷺ) said, "Facilitate things to people (concerning religious matters), and do not make it hard for them and give them good tidings and do not make them run away (from Islam).
রেফারেন্স | সহীহ বুখারী ৬৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)