শত্রুর মুখোমুখী হবার কামনা করা নিষিদ্ধ | সহীহ বুখারী ৭২৩৭ | Sahih-Al-Bukhari 7237
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৭২৩৭
বিষয় | শত্রুর মুখোমুখী হবার কামনা করা নিষিদ্ধ |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | শত্রুর মুখোমুখী হবার কামনা করা নিষিদ্ধ। |
হাদিস নম্বর | ৭২৩৭ |
বর্ণনাকারী | আবদুল্লাহ্ ইবনু আবূ আওফা (রাঃ) |
সহীহ বুখারী ৭২৩৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ নাযর সালিম (রাঃ) যিনি ’উমার ইবনু ’উবাইদুল্লাহর আযাদ করা গোলাম এবং তার কাতিব (সচিব) ছিলেন, বর্ণনা করেন। তিনি বলেন, তার কাছে ’আবদুল্লাহ্ ইবনু আবূ আওফা (রাঃ) চিঠি লিখলেন, আমি তা পড়লাম। তাতে লেখা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শত্রুর মুখোমুখী হওয়ার কামনা করো না বরং আল্লাহ্ তা’আলার কাছে নিরাপত্তা কামনা কর।
Narrated `Abdullah bin Abi `Aufa: Allah's Messenger (ﷺ) said, "Do not long for meeting your enemy, and ask Allah for safety (from all sorts of evil)."
রেফারেন্স | সহীহ বুখারী ৭২৩৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)