চির জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি | সহীহ মুসলিম ৪০৩ | Sahih-Muslim 212
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৪০৩
বিষয় | চির জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৯১. জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হওয়া। |
হাদিস নম্বর | ৪০৩ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) |
সহীহ মুসলিম ৪০৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (চির) জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে আবূ তালিব এর। তাকে দুটি (আগুনের) জুতা পরিয়ে দেয়া হবে, ফলে এ দুটির কারণে তার মগজ পর্যন্ত উথলাতে থাকবে।
Ibn 'Abbas reported: The Prophet (ﷺ) said: Among the inhabitants of the Fire Abu Talib would have the least suffering, and he would be wearing two shoes (of Fire) which would boil his brain.
রেফারেন্স | সহীহ মুসলিম ৪০৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)