পানাহারের পর 'আল হামদু লিল্লা-হ’ বলা মুস্তাহাব | সহীহ মুসলিম ৬৮২৫ | Sahih-Muslim 2734a
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৬৮২৫
বিষয় | পানাহারের পর 'আল হামদু লিল্লা-হ’ বলা মুস্তাহাব |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | পানাহারের পর 'আল হামদু লিল্লা-হ’ বলা মুস্তাহাব |
হাদিস নম্বর | ৬৮২৫ |
বর্ণনাকারী | আনাস ইবনু মালিক (রাঃ) |
সহীহ মুসলিম ৬৮২৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অবশ্যই আল্লাহ তা’আলা সে বান্দার উপর সম্ভষ্ট, যে খাদ্য গ্রহণের পরে তার জন্য আল হামদু লিল্লা-হ’ পড়ে এবং পানীয় পান করার পরে তার কৃতজ্ঞতা (স্বীকার) করে আল হামদু লিল্লা-হ’ বলে।
Anas b. Malik reported that Allah's Messenger (ﷺ) said: Allah is pleased with His servant who says: Al-Hamdu lillah while taking a morsel of food and while drinking.
রেফারেন্স | সহীহ মুসলিম ৬৮২৫
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)