কৃতজ্ঞ আহারকারীর মর্যাদা | সুনান আত তিরমিজী ২৪৮৬ | Sunan-at-Tirmidhi 2486
হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৪৮৬
বিষয় | কৃতজ্ঞ আহারকারীর মর্যাদা |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | কৃতজ্ঞ ভোজনকারী |
হাদিস নম্বর | ২৪৮৬ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সুনান আত তিরমিজী ২৪৮৬ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল রোযাদারের সমান মর্যাদাশীল।
Abu Hurairah narrated that the Prophet(s.a.w) said: "The one who eats and is grateful is like the status of the patient fasting person."
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৪৮৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)