কিয়ামত | সূরা আবাসা ৮০:২১-২২ | Surah Abasa 80:(21-22)
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আবাসা ৮০:২১-২২
বিষয় | কিয়ামত |
সূরার নাম ও নম্বর | সূরা আবাসা (৮০) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ২১-২২ |
রুকু সংখ্যা | ১ টি |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ৪২ টি |
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ ٢١ ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।Then He causes his death and provides a grave for him. Then when He wills, He will resurrect him.
সূরা আবাসা এর ২১-২২ নম্বর আয়াতের বিস্তারিত
২১। অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। [1] [1] অর্থাৎ, মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে; যাতে তার সম্মান ও কদর বজায় থাকে। নচেৎ হিংস্র পশু-পক্ষী তার লাশকে ছিঁড়ে-ফেড়ে খেতো এবং তাতে তার অসম্মান হত। ২২। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আবাসা ৮০:২১-২২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)