দাজ্জালের অনুসারী | সহীহ মুসলিম ৭২৮২ | Sahih-Muslim 7282
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৭২৮২
বিষয় | দাজ্জালের অনুসারী |
হাদিস গ্রন্থ | হাদীস একাডেমী (আন্তর্জাতিক) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ২৫. দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস |
হাদিস নম্বর | ৭২৮২ |
বর্ণনাকারী | আনাস ইবনু মালিক (রাঃ) |
সহীহ মুসলিম ৭২৮২ নম্বর হাদিসের বিস্তারিতঃ মানসূর ইবনু আবী মুযাহিম (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আসবাহান এর সত্তর হাজার ইয়াহুদী দাজ্জালের অনুসারী হবে, তাদের শরীরে (তায়ালিসাহ) কালো চাদর থাকবে।
Anas b. Malik reported that Allah's Messenger (ﷺ) said: The Dajjal would be followed by seventy thousand Jews of Isfahan wearing Persian shawls.
রেফারেন্স | সহীহ মুসলিম ৭২৮২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)