বিজাতির সাদৃশ্য পরিহার করা | সুনান আবূ দাউদ ৪০৩১ | Sunan-Abu-Dawood 4031
হাদিসটি সম্পর্কে | সুনান আবূ দাউদ ৪০৩১
বিষয় | বিজাতির সাদৃশ্য পরিহার করা |
হাদিস গ্রন্থ | সুনান আবূ দাউদ (তাহকিককৃত) |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ৫. খ্যাতি লাভের পোশাক পরা |
হাদিস নম্বর | ৪০৩১ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবন উমর (রাঃ) |
সুনান আবূ দাউদ ৪০৩১ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
Narrated Abdullah ibn Umar: The Prophet (ﷺ) said: He who copies any people is one of them.
রেফারেন্স | সুনান আবূ দাউদ ৪০৩১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)