অহঙ্কারীর পরিণতি | সুনান আত তিরমিজী ২৪৯২ | Sunan-at-Tirmidhi 2492
হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৪৯২
বিষয় | অহঙ্কারীর পরিণতি |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ৪৭. (অহঙ্কারীর পরিণতি) |
হাদিস নম্বর | ২৪৯২ |
বর্ণনাকারী | আমর ইবনু শু‘আয়ব (রহঃ) |
সুনান আত তিরমিজী ২৪৯২ নম্বর হাদিসের বিস্তারিতঃ আমর ইবনু শু’আইব (রহঃ) হতে ক্রমানুসারে তার বাবা ও দাদার সুত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাম্ভিক ব্যাক্তিদের কিয়ামত দিবসে ক্ষুদ্র পিপড়ার ন্যায় মানুষের রূপে সমবেত করা হবে। তাদেরকে চারদিক হতে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস’ নামক একটি কারাগারের দিকে তাদেরকে টেনে নেয়া হবে, আগুন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামীদের গলিত রক্ত ও পুঁজ তাদেরকে পান করানো হবে।
'Amr bin Shu'aib narrated from his father, from his grandfather from the Prophet (s.a.w) who said: "The proud will be gathered on the Day of Judgement resembling tiny particles in the image of men. They will be covered with humiliation everywhere, they will be dragged into a prison in Hell called Bulas, submerged in the Fire of Fires, drinking the drippings of the people of the Fire, filled with derangement."
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৪৯২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)