সাত অঙ্গের উপর সিজদা | সুনান আন-নাসায়ী ১০৯৪ | Sunan-An-Nasai 1094
হাদিসটি সম্পর্কে | সুনান আন-নাসায়ী ১০৯৪
বিষয় | সাত অঙ্গের উপর সিজদা |
হাদিস গ্রন্থ | সুনান আন-নাসায়ী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৪১: (সাত অঙ্গের) এর ব্যাখ্যা |
হাদিস নম্বর | ১০৯৪ |
বর্ণনাকারী | আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) |
সুনান আন-নাসায়ী ১০৯৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ কুতায়বাহ্ (রহ.) ..... ’আব্বাস ইবনু আবদুল মুত্ত্বালিব (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছেন, যখন কোন বান্দা সিজদা করে তখন তার সপ্ত অঙ্গ সিজদা করে। তার মুখমণ্ডল, দু’ হাতের তালু উভয় হাঁটু এবং তার দু’ পা।
It was narrated from Al 'Abbas bin 'Abdul-Muttalib that : He heard the Messenger of Allah (ﷺ) say: "When a person prostrates, seven parts of his body prostrate: his face, his two palms, his two knees and his two feet."
রেফারেন্স | সুনান আন-নাসায়ী ১০৯৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)