কিতাবুল্লাহর ওয়াসিয়্যাত | সহীহ বুখারী ৫০২২ | Sahih-Al-Bukhari 5022
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫০২২
বিষয় | কিতাবুল্লাহর ওয়াসিয়্যাত |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৬৬/১৮. কিতাবুল্লাহর ওয়াসিয়্যাত |
হাদিস নম্বর | ৫০২২ |
বর্ণনাকারী | তালহা ইবন মুসাররিফ (রহঃ) |
সহীহ বুখারী ৫০২২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ত্বলহা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ’আবদুল্লাহ্ ইবনু আবূ ’আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম কি কোন ওয়াসিয়্যাত করে গেছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, যখন নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন ওয়াসিয়্যাত করে যাননি, তখন কী করে মানুষের জন্য ওয়াসিয়্যাত করাকে (কুরআন মাজীদে) বাধ্যতামূলক করা হল এবং তাদেরকে এজন্য নির্দেশ দেয়া হল। জবাবে তিনি বললেন, তিনি [নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম] আল্লাহর কিতাব (অনুসরণ)-এর ওয়াসিয়্যাত করে গেছেন।
I asked `Abdullah bin Abi `Aufa, "Did the Prophet (ﷺ) make a will (to appoint his successor or bequeath wealth)?" He replied, "No." I said, "How is it prescribed then for the people to make wills, and they are ordered to do so while the Prophet (ﷺ) did not make any will?" He said, "He made a will wherein he recommended Allah's Book."
রেফারেন্স | সহীহ বুখারী ৫০২২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)