সাদাকা করাতে সম্পদের হ্রাস হয় না | সহীহ মুসলিম ২৫৮৮ | Sahih-Muslim 2588
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ২৫৮৮
বিষয় | সাদাকা করাতে সম্পদের হ্রাস হয় না |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (আন্তর্জাতিক) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১৯. ক্ষমা ও বিনয়ের মাহাত্ম্য |
হাদিস নম্বর | ২৫৮৮ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ মুসলিম ২৫৮৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইয়াহইয়া ইবনু আইয়্যুব, কুতাইবাহ ও ইবনু হুজর (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা করাতে সম্পদের হ্রাস হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহর সম্ভষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন। হাদিস একাডেমি নাম্বারঃ ৬৪৮৬, আন্তর্জাতিক নাম্বারঃ ২৫৮৮
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying: Charity does not decrease wealth, no one forgives another except that Allah increases his honor, and no one humbles himself for the sake of Allah except that Allah raises his status.
রেফারেন্স | সহীহ মুসলিম ২৫৮৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)