গাধা বা কুকুরের ডাক শুনলে দোয়া | সুনান আবূ দাউদ ৫১০৩ | Sunan-Abu-Dawood 5103
হাদিসটি সম্পর্কে | সুনান আবূ দাউদ ৫১০৩
বিষয় | গাধা বা কুকুরের ডাক শুনলে দোয়া |
হাদিস গ্রন্থ | সুনান আবূ দাউদ (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১১৬. মোরগ ও চতুস্পদ প্রাণী সম্বন্ধে |
হাদিস নম্বর | ৫১০৩ |
বর্ণনাকারী | জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ) |
সুনান আবূ দাউদ ৫১০৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে ’’আউযুবিল্লাহ’’ বলবে। কেননা তারা (কুকুর ও গাধা) যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না।
Narrated Jabir ibn Abdullah: The Prophet (ﷺ) said: When you hear the barking of dogs and the braying of asses at night, seek refuge in Allah, for they see which you do not see.
রেফারেন্স | সুনান আবূ দাউদ ৫১০৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)