মানুষ বড়ই তাড়াহুড়াপ্রবণ | সূরা আল-ইসরা ১৭:১১ | Surah Al-Isra 17:11
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-ইসরা ১৭:১১
বিষয় | মানুষ বড়ই তাড়াহুড়াপ্রবণ |
সূরার নাম ও নম্বর | সূরা আল-ইসরা (বনী-ইসরাইল) | (১৭) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১১ |
রুকু সংখ্যা | ১২ টি |
পারা বিস্তৃতি | ১৫ |
মোট আয়াত সংখ্যা | ১১১ টি |
وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًۭا ١١আর মানুষ অকল্যাণের দোআ করে, যেমন তার দোআ হয় কল্যাণের জন্য। আর মানুষ তো তাড়াহুড়াপ্রবণ।And man supplicates for evil as he supplicates for good, and man is ever hasty.
সূরা আল-ইসরা এর ১১ নম্বর আয়াতের বিস্তারিত
মানুষ যেহেতু দ্রুততা প্রিয় এবং দুর্বল মনের তাই যখন সে কোন কষ্টের শিকার হয়, তখন ধ্বংসের জন্য ঐভাবে বদ্দুআ করে, যেভাবে কল্যাণের জন্য স্বীয় প্রতিপালকের কাছে প্রার্থনা করে। এটা তো প্রতিপালকের দয়া ও অনুগ্রহ যে, তিনি তাদের বদ্দুআ কবুল করেন না। এই বিষয়টাই সূরা ইউনুসের ১১ নং আয়াতে উল্লিখিত হয়েছে। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-ইসরা ১৭:১১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)