মুখের জড়তা দূর ও কর্মে সহজতা কামনার দোয়া | সূরা ত্ব-হা ২০:২৫-২৮ | Surah Taha 20:25-28
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা ত্ব-হা ২০:২৫-২৮
বিষয় | মুখের জড়তা দূর ও কর্মে সহজতা কামনার দোয়া |
সূরার নাম ও নম্বর | সূরা ত্ব-হা (২০) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ২৫-২৮ |
রুকু সংখ্যা | ৬ টি |
পারা বিস্তৃতি | ১৮ থেকে ১৯ পর্যন্ত |
মোট আয়াত সংখ্যা | ৭৭ টি |
قَالَ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى ٢٥ وَيَسِّرْ لِىٓ أَمْرِى ٢٦ وَٱحْلُلْ عُقْدَةًۭ مِّن لِّسَانِى ٢٧ يَفْقَهُوا۟ قَوْلِى ٢٨সে বলল, ‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন’ ‘এবং আমার কাজ সহজ করে দিন, ‘আর আমার জিহবার জড়তা দূর করে দিন- যাতে তারা আমার কথা বুঝতে পারে’।[Moses] said, "My Lord, expand [i.e., relax] for me my breast [with assurance]. And ease for me my task, And untie the knot from my tongue, That they may understand my speech.
সূরা ত্ব-হা এর ২৫-২৮ নম্বর আয়াতের বিস্তারিত
~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা ত্ব-হা ২০:২৫-২৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)