সে কি জানে না যে, আল্লাহ দেখেন? | সূরা আল-আলাক ৯৬:১৪ | Surah Al-Alaq 96:14
of
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আলাক ৯৬:১৪
বিষয় | সে কি জানে না যে, আল্লাহ দেখেন? |
সূরার নাম ও নম্বর | সূরা আল-আলাক (৯৬) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১৪ |
রুকু সংখ্যা | ১ টি |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ১৯ টি |
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤সে কি জানে না যে, আল্লাহ দেখেন?Does he not know that Allah sees?
সূরা আল-আলাক এর ১৪ নম্বর আয়াতের বিস্তারিত
এর মতলব হল যে, এই ব্যক্তি (আবু জাহল) যে এইরূপ আচরণ করছে সে কি জানে না যে, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন? এবং তিনি তাকে এর প্রতিফল ভোগাবেন। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-আলাক ৯৬:১৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)