ঈদুল আযহার দিন সকাল হতে কিছু না খেয়ে কুরবানীর মাংস খাওয়া | সুনান আদ-দারেমী ১৬৩৮ | Sunan-ad-Darimi 1638
হাদিসটি সম্পর্কে | সুনান আদ-দারেমী ১৬৩৮
বিষয় | ঈদুল আযহার দিন সকাল হতে কিছু না খেয়ে কুরবানীর মাংস খাওয়া |
হাদিস গ্রন্থ | সুনান আদ-দারেমী (হাদিসবিডি) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ২১৭. ঈদের দিন (সালাতের উদ্দেশ্যে) বের হওয়ার পূর্বে কিছু খাওয়া প্রসঙ্গে |
হাদিস নম্বর | ১৬৩৮ |
বর্ণনাকারী | বুরায়দাহ ইবনু হুসাইব আল-আসলামী (রাঃ) |
সুনান আদ-দারেমী ১৬৩৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ আব্দুল্লাহ ইবনু বুরাইদার পিতা (বুরাইদা আল আসলামী) রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম (ঈদুল) ফিতরের দিন (সালাতের উদ্দেশ্যে) বের হওয়ার পূর্বে কিছু খেয়ে যেতেন আর কুরবানীর (ঈদের) দিন (ঈদের সালাত শেষ করে) ফিরে না আসা পর্যন্ত তিনি কিছু খেতেন না। এরপর ফিরে এসে তিনি তাঁর কুরবানীর মাংস থেকে খেতেন।
রেফারেন্স | সুনান আদ-দারেমী ১৬৩৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)