তোমরা আল্লাহর দিকে ধাবিত হও | সূরা আজ-যারিয়াত ৫১:৫০ | Surah Adh-Dhariyat 51:50
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আজ-যারিয়াত ৫১:৫০
বিষয় | তোমরা আল্লাহর দিকে ধাবিত হও |
সূরার নাম ও নম্বর | সূরা আজ-যারিয়াত (৫১) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৫০ |
রুকু ক্রম | ৪৫৯ |
পারা বিস্তৃতি | ২৭ |
মোট আয়াত সংখ্যা | ৬০ টি |
فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌঅতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী।So flee to Allāh.1 Indeed, I am to you from Him a clear warner.
সূরা আজ-যারিয়াত এর ৫০ নম্বর আয়াতের বিস্তারিত
সুতরাং আল্লাহর দিকে ধাবিত হও;[১] নিশ্চয় আমি তাঁর পক্ষ হতে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।
[১] অর্থাৎ, কুফরী ও পাপাচার থেকে তওবা করে সত্বর আল্লাহর দরবারে নত হয়ে যাও এবং তাতে বিলম্ব করো না।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আজ-যারিয়াত ৫১:৫০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)