মাটি হতে তৈরী সব উপাস্য কোন জিনিসেরই ক্ষমতা রাখে না | সূরা আল-আম্বিয়া ২১:২১ | Surah Al-Anbya 21:21
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আম্বিয়া ২১:২১
বিষয় | মাটি হতে তৈরী সব উপাস্য কোন জিনিসেরই ক্ষমতা রাখে না |
সূরার নাম ও নম্বর | সূরা আল-আম্বিয়া (২১) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ২১ |
রুকু ক্রম | ২৭৯ |
পারা বিস্তৃতি | ১৭ |
মোট আয়াত সংখ্যা | ১১২ টি |
أَمِ ٱتَّخَذُوٓا۟ ءَالِهَةً مِّنَ ٱلْأَرْضِ هُمْ يُنشِرُونَতারা যেসব মাটির দেবতা গ্রহণ করেছে, সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম?Or have they [i.e., men] taken for themselves gods from the earth who resurrect [the dead]?
সূরা আল-আম্বিয়া এর ২১ নম্বর আয়াতের বিস্তারিত
ওরা মাটি হতে তৈরী যে সব উপাস্য গ্রহণ করেছে সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম? [১]
[১] জিজ্ঞাসা অস্বীকৃতির জন্য। অর্থাৎ, তারা তা করতে পারবে না। তাহলে যারা কোন জিনিসেরই ক্ষমতা রাখে না তাদেরকে কিভাবে তারা আল্লাহর শরীক বানায় ও তাদের ইবাদত করে?
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-আম্বিয়া ২১:২১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)