উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে? | সূরা আর-রাহমান ৫৫:৬০ | Surah Ar-Rahman 55:60

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আর-রাহমান ৫৫:৬০
বিষয় | উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে? |
সূরার নাম ও নম্বর | সূরা আর-রাহমান (৫৫) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ৬০ |
রুকু ক্রম | ৪৭০ |
পারা বিস্তৃতি | ২৭ |
মোট আয়াত সংখ্যা | ৭৮ টি |
هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُউত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ?Is the reward for good [anything] but good?
সূরা আর-রাহমান এর ৬০ নম্বর আয়াতের বিস্তারিত
উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? [১]
[১] প্রথম إحسان 'ইহ্সান' এর অর্থ, সৎকর্ম ও আল্লাহর আনুগত্য। আর দ্বিতীয় إحسان 'ইহসান'এর অর্থ, তার প্রতিদান। অর্থাৎ, জান্নাত ও তার নিয়ামতসমূহ।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আর-রাহমান ৫৫:৬০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)