কোরআন দ্বারা উপকৃত হওয়ার শর্ত | সূরা কাফ ৫০:৩৭ | Surah Qaf 50:37
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা কাফ ৫০:৩৭
বিষয় | কোরআন দ্বারা উপকৃত হওয়ার শর্ত |
সূরার নাম ও নম্বর | সূরা কাফ (৫০) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৩৭ |
রুকু ক্রম | ৪৫৬ |
পারা বিস্তৃতি | ২৬ |
মোট আয়াত সংখ্যা | ৪৫ টি |
إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلْبٌ أَوْ أَلْقَى ٱلسَّمْعَ وَهُوَ شَهِيدٌনিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য, যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্টচিত্তে শ্রবণ করে।Indeed in that is a reminder for whoever has a heart or who listens while he is present [in mind].
সূরা কাফ এর ৩৭ নম্বর আয়াতের বিস্তারিত
এতে উপদেশ রয়েছে তার জন্য, যার আছে হৃদয়[১] অথবা যে উপস্থিত থেকে[২] নিবিষ্ট-চিত্তে শ্রবণ করে।[৩]
[১] অর্থাৎ, এমন সজাগ অন্তর, সচেতন হৃদয়, যা চিন্তা-ভাবনা করে প্রকৃত ব্যাপার অনুধাবন করে নেয়।
[২] অর্থাৎ, মন ও মস্তিষ্ক সহ উপস্থিত থাকে। কারণ, যে ব্যক্তি কথাই বুঝবে না, তার উপস্থিত থাকাও না থাকার মতনই।
[৩] অর্থাৎ, মনোযোগ দিয়ে আল্লাহর সেই অহী শোনে, যাতে বিগত জাতিসমূহের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা কাফ ৫০:৩৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)