সোমবার ও বৃহস্পতিবারের রোযা | জামে' আত তিরমিজী ৭৪৫ | Jami-at-Tirmidhi 745

সোমবার ও বৃহস্পতিবারের রোযা | জামে' আত তিরমিজী ৭৪৫ | Jami-at-Tirmidhi 745

হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ৭৪৫

বিষয় সোমবার ও বৃহস্পতিবারের রোযা
হাদিস গ্রন্থ জামে' আত তিরমিজী
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ What Has Been Related About Fasting On Monday And Thursday
হাদিস নম্বর ৭৪৫
জামে' আত তিরমিজী ৭৪৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশি খেয়াল রাখতেন।

Aishah narrated: "The Prophet (ﷺ) used to try to fast on Mondays and Thursdays."

রেফারেন্স | জামে' আত তিরমিজী ৭৪৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)