গুনাহ অন্তরকে কালো করে দেয় | জামে' আত তিরমিজী ৩৩৩৪ | Jami-at-Tirmidhi 3334

গুনাহ অন্তরকে কালো করে দেয় | জামে' আত তিরমিজী ৩৩৩৪ | Jami-at-Tirmidhi 3334

হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ৩৩৩৪

বিষয় গুনাহ অন্তরকে কালো করে দেয়
হাদিস গ্রন্থ জামে' আত তিরমিজী
হাদিসের মান হাসান (Hasan)
পরিচ্ছেদ Surat Al-Mutaffifeen
হাদিস নম্বর ৩৩৩৪
জামে' আত তিরমিজী ৩৩৩৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তা’আলা যার বর্ণনা করেছেনঃ “কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের মনে জং (মরিচা) ধরিয়েছে”— (সূরা মুত্বাফফিফীন ১৪)।

Abu Hurairah narrated that : the Messenger of Allah (ﷺ) said: “Verily, when the slave (of Allah) commits a sin, a black spot appears on his heart. When he refrains from it, seeks forgiveness and repents, his heart is polished clean. But if he returns, it increases until it covers his entire heart. And that is the ‘Ran’ which Allah mentioned: ‘Nay, but on their hearts is the Ran which they used to earn.’”

রেফারেন্স | জামে' আত তিরমিজী ৩৩৩৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)