আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখার ফজিলত | সহীহ মুসলিম ১১৫৩ | Sahih-Muslim 1153
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ১১৫৩
বিষয় | আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখার ফজিলত |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (আন্তর্জাতিক) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৩১.আল্লাহর পথে (যুদ্ধক্ষেত্রে) সিয়াম (রোজা/রোযা) পালন করতে সক্ষম হলে এবং এতে কোনরূপ ক্ষতি হওয়ার বা শক্তিহীন হয়ে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়ার আশংকা না থাকলে এ ধরনের সিয়ামের ফযীলত |
হাদিস নম্বর | ১১৫৩ |
বর্ণনাকারী | আবূ সা’ঈদ খুদরী (রাঃ) |
সহীহ মুসলিম ১১৫৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইসহাক ইবনু মানসূর ও আবদুর রহমান ইবনু বিশর আল আবদী (রহঃ) ..... আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম (রোজা/রোযা) পালন করে, আল্লাহ তা’আলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরে রাখবেন।
Abu Sa'id al-Khudri (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying: He who observes fast for a day in the way of Allah He would remove his face from the Hell to the extent of seventy years' distance.
রেফারেন্স | সহীহ মুসলিম ১১৫৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)