ফজরের দু’ রাকাআত সুন্নত সালাত | সহীহ মুসলিম ৭২৫ | Sahih-Muslim 725
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৭২৫
বিষয় | ফজরের দু’ রাকাআত সুন্নত সালাত |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১৪. ফজরের দু' রাকাআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে কিরআত পাঠ মুস্তাহাব |
হাদিস নম্বর | ৭২৫ |
বর্ণনাকারী | আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ) |
সহীহ মুসলিম ৭২৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের দু’ রাকাআত (সুন্নাত) সালাত দুনিয়া ও তার সব কিছুর থেকে উত্তম।
'A'isha reported Allah's Messenger as saying: The two rak'ahs at dawn are better than this world and what it contains.
রেফারেন্স | সহীহ মুসলিম ৭২৫
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)