নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন | সূরা আল-আনকাবূত ২৯:৬৯ | Surah Al-'Ankabut 29:69

নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন | সূরা আল-আনকাবূত ২৯:৬৯ | Surah Al-'Ankabut 29:69

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আনকাবূত ২৯:৬৯

বিষয় নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন
সূরার নাম ও নম্বর সূরা আল-আনকাবূত (২৯)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৬৯
রুকু ক্রম ৩৪৯
পারা বিস্তৃতি ২১
মোট আয়াত সংখ্যা ৬৯ টি
وَٱلَّذِينَ جَـٰهَدُوا۟ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ

আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন।

And those who strive for Us - We will surely guide them to Our ways.1 And indeed, Allāh is with the doers of good.

সূরা আল-আনকাবূত এর ৬৯ নম্বর আয়াতের বিস্তারিত

যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে,[১] আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব।[২] আর আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গেই থাকেন। [৩]

[১] অর্থাৎ, যারা আমার (সন্তুষ্টির পথে) দ্বীনের উপর আমল করতে কষ্ট, পরীক্ষা এবং সমস্যার সম্মুখীন হয়।

[২] এর অর্থ হল, দুনিয়া ও আখেরাতের ঐ সকল পথ, যে সকল পথে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।

[৩] 'ইহ্সান'-এর অর্থ হল, 'আমি যেন আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন' মনে করে প্রত্যেক সৎ কাজ আন্তরিকতার সাথে সম্পাদন করা। নবী (সাঃ)-এর তরীকা অনুযায়ী সে কাজ সম্পাদন করা। মন্দের প্রতিশোধে মন্দ না করে ভালো ব্যবহার প্রদর্শন করা। নিজের প্রাপ্য অধিকার ছেড়ে দেওয়া এবং অন্যকে তার অধিকার অপেক্ষা অধিক দেওয়া। এই সকল কর্ম 'ইহ্সান' (সৎকর্মপরায়ণতা)র অন্তর্ভুক্ত।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আনকাবূত ২৯:৬৯

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)