যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে | সূরা আলে-ইমরান ৩:১৩৯ | Surah Ali 'Imran 3:139
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আলে-ইমরান ৩:১৩৯
বিষয় | যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে |
সূরার নাম ও নম্বর | সূরা আলে-ইমরান (৩) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ১৩৯ |
রুকু ক্রম | ৫৫ |
পারা বিস্তৃতি | ৪ |
মোট আয়াত সংখ্যা | ২০০ টি |
وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَআর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাক।So do not weaken and do not grieve, and you will be superior if you are [true] believers.
সূরা আলে-ইমরান এর ১৩৯ নম্বর আয়াতের বিস্তারিত
আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিত হয়ো না, তোমরাই হবে সর্বোপরি (বিজয়ী); যদি তোমরা বিশ্বাসী হও। [১]
[১] বিগত যুদ্ধে তোমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য দমে যেও না এবং দুঃখও করো না। কেননা, তোমাদের মধ্যে যদি ঈমানী শক্তি বিদ্যমান থাকে, তাহলে তোমরাই হবে বিজয়ী এবং তোমরাই লাভ করবে সফলতা। এখানে মহান আল্লাহ মুসলিমদের শক্তির প্রকৃত উৎস এবং তাঁদের সফলতার মূল ভিত্তি কোথায়, সে কথা পরিষ্কার করে দিলেন। তাই তো এর পর যত যুদ্ধ হয়েছে, সেই সমূহ যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছেন।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আলে-ইমরান ৩:১৩৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)