হেদায়েতের উপর অটল থাকার দোয়া | সূরা আলে-ইমরান ৩:৮ | Surah Ali 'Imran 3:8
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আলে-ইমরান ৩:৮
বিষয় | হেদায়েতের উপর অটল থাকার দোয়া |
সূরার নাম ও নম্বর | সূরা আলে-ইমরান (৩) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ৮ |
রুকু ক্রম | ৪২ |
পারা বিস্তৃতি | ৩ |
মোট আয়াত সংখ্যা | ২০০ টি |
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُহে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।[Who say], "Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.1
সূরা আলে-ইমরান এর ৮ নম্বর আয়াতের বিস্তারিত
হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান কর। নিশ্চয় তুমি মহাদাতা।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আলে-ইমরান ৩:৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)