তোমাদের দ্বীন তোমাদের, আর আমার দ্বীন আমার | সূরা কাফিরুন ১০৯:৬ | Surah Al-Kafirun 109:6
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা কাফিরুন ১০৯:৬
বিষয় | তোমাদের দ্বীন তোমাদের, আর আমার দ্বীন আমার |
সূরার নাম ও নম্বর | সূরা কাফিরুন (১০৯) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৬ |
রুকু ক্রম | ৫৫৩ |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ৬ টি |
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’For you is your religion, and for me is my religion."
সূরা কাফিরুন এর ৬ নম্বর আয়াতের বিস্তারিত
তোমাদের দ্বীন (শিরক) তোমাদের জন্য এবং আমার দ্বীন (ইসলাম) আমার জন্য। [১]
[১] অর্থাৎ, যদি তোমরা তোমাদের দ্বীন নিয়ে সন্তুষ্ট থাক এবং তা ত্যাগ করতে রাজী না হও, তাহলে আমিও নিজের দ্বীন নিয়ে সন্তুষ্ট, তা কেন ত্যাগ করব? (لَناَ أَعْمَالُناَ وَلَكُمْ أَعْمَالُكُمْ) অর্থাৎ, আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের জন্য। (আল ক্বাস্বাস ৫৫ আয়াত) (তাছাড়া তোমাদের কর্ম ভ্রষ্ট এবং আমার কর্ম শ্রেষ্ঠ। আর অন্যায়ের সাথে কোন আপোস নেই।)
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা কাফিরুন ১০৯:৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)