কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল? | সূরা আল-মুদ্দাসসির ৭৪:৪২-৪৩ | Surah Al-Muddaththir 74:42-43
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-মুদ্দাসসির ৭৪:৪২-৪৩
বিষয় | কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল? |
সূরার নাম ও নম্বর | সূরা আল-মুদ্দাসসির (৭৪) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৪২-৪৩ |
রুকু ক্রম | ৫১৩ |
পারা বিস্তৃতি | ২৯ |
মোট আয়াত সংখ্যা | ৫৬ টি |
مَا سَلَكَكُمْ فِى سَقَرَকিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল?[And asking them], "What put you into Saqar?"
সূরা আল-মুদ্দাসসির এর ৪২ নম্বর আয়াতের বিস্তারিত
‘তোমাদেরকে কিসে সাক্বার (জাহান্নাম)এ নিক্ষেপ করেছে?’
~ তাফসীর আহসানুল বায়ানقَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَতারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’।They will say, "We were not of those who prayed,
সূরা আল-মুদ্দাসসির এর ৪৩ নম্বর আয়াতের বিস্তারিত
তারা বলবে, ‘আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-মুদ্দাসসির ৭৪:৪২-৪৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)