আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু | সূরা আন-নিসা ৪:১১০ | Surah An-Nisa 4:110
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আন-নিসা ৪:১১০
বিষয় | আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু |
সূরার নাম ও নম্বর | সূরা আন-নিসা (৪) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ১১০ |
রুকু ক্রম | ৭৭ |
পারা বিস্তৃতি | ৫ |
মোট আয়াত সংখ্যা | ১৭৬ টি |
وَمَن يَعْمَلْ سُوٓءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُۥ ثُمَّ يَسْتَغْفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورًا رَّحِيمًاআর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি যুলম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু।And whoever does a wrong or wrongs himself but then seeks forgiveness of Allāh will find Allāh Forgiving and Merciful.
সূরা আন-নিসা এর ১১০ নম্বর আয়াতের বিস্তারিত
আর যে কেউ মন্দ কার্য করে অথবা নিজের প্রতি যুলুম করে, কিন্তু পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে অতীব ক্ষমাশীল, পরম দয়ালু(রূপে) পাবে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আন-নিসা ৪:১১০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)