তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন কর | সূরা আল-আন'আম ৬:১২০ | Surah Al-An'am 6:120
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আন'আম ৬:১২০
বিষয় | তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন কর |
সূরার নাম ও নম্বর | সূরা আল-আন'আম (৬) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১২০ |
রুকু ক্রম | ১১৫ |
পারা বিস্তৃতি | ৮ |
মোট আয়াত সংখ্যা | ১৬৫ টি |
وَذَرُوا۟ ظَـٰهِرَ ٱلْإِثْمِ وَبَاطِنَهُۥٓ ۚ إِنَّ ٱلَّذِينَ يَكْسِبُونَ ٱلْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا۟ يَقْتَرِفُونَআর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ কর। নিশ্চয় যারা পাপ অর্জন করে, তাদেরকে অচিরেই প্রতিদান দেয়া হবে, তারা যা অর্জন করে তার বিনিময়ে।And leave [i.e., desist from] what is apparent of sin and what is concealed thereof. Indeed, those who earn [blame for] sin will be recompensed for that which they used to commit.
সূরা আল-আন'আম এর ১২০ নম্বর আয়াতের বিস্তারিত
তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ বর্জন কর। যারা পাপ করে, তাদের পাপের সমুচিত শাস্তি তাদেরকে দেওয়া হবে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-আন'আম ৬:১২০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)