হে মু’মিনগণ! আল্লাহকে ভয় কর | সূরা আলে-ইমরান ৩:১০২ | Surah Ali 'Imran 3:102
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আলে-ইমরান ৩:১০২
বিষয় | হে মু’মিনগণ! আল্লাহকে ভয় কর |
সূরার নাম ও নম্বর | সূরা আলে-ইমরান (৩) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ১০২ |
রুকু ক্রম | ৫২ |
পারা বিস্তৃতি | ৪ |
মোট আয়াত সংখ্যা | ২০০ টি |
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَহে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।O you who have believed, fear Allāh as He should be feared and do not die except as Muslims [in submission to Him].
সূরা আলে-ইমরান এর ১০২ নম্বর আয়াতের বিস্তারিত
হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর[১] এবং তোমরা আত্মসমর্পণকারী (মুসলিম) না হয়ে মৃত্যুবরণ করো না।
[১] এর অর্থ হল, ইসলামের যাবতীয় বিধান মেনে চলা, তার ওয়াজেব কাজগুলো সম্পূর্ণভাবে পালন করা এবং যত নিষিদ্ধ বস্তু আছে, তার ধারে-কাছেও না যাওয়া। কেউ কেউ বলেছেন, এই আয়াত নাযিল হলে সাহাবাগণ বড়ই বিচলিত হয়ে পড়েন। তাই মহান আল্লাহ [فَاتَّقُوا اللهَ مَا اسْتَطَعْتُمْ] (তোমরা তোমাদের সাধ্যমত আল্লাহকে ভয় কর।) আয়াত অবতীর্ণ করেন। তবে এই আয়াতকে উক্ত আয়াতের 'নাসিখ' (রহিতকারী) মনে না করে তার ব্যাখ্যাকারী মনে করাই বেশী সঠিক। কারণ, নাসখ তখনই মনে করতে হয়, যখন উভয় আয়াতের মধ্যে সামঞ্জস্য সাধন সম্ভব না হয়। এখানে তো উভয় আয়াতের মধ্যে সমন্বয় ও সামঞ্জস্য সাধন করা সম্ভব। যেমন এইভাবে অর্থ করা,اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ مَاسْتَطَعْتُمْ "আল্লাহকে ঐভাবেই ভয় কর, যেভাবে স্বীয় সাধ্যমত তাঁকে ভয় করা উচিত।" (ফাতহুল ক্বাদীর)
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আলে-ইমরান ৩:১০২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!